এফএ কাপে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিডলসব্রোর কাছে হেরে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে স্পট কিক থেকে গোলের সুযোগ মিস করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভক্তরা রোনালদোকে নিয়ে মজা করছেন।
রোনালদোর গোলটি ম্যানইউকে প্রথম দিকে এগিয়ে দিতে পারত এবং চূড়ান্ত স্কোরলাইনে সমস্ত পার্থক্য তৈরি করতে পারত। শুধু সমর্থক নয়, সাবেক ইউনাইটেড তারকা রয় কিন রোনালদোর মিস করার ঘটনায় অবাক হয়েছেন।
মিডলসব্রোর বিপক্ষে এফএ কাপের চতুর্থ রাউন্ডের লড়াইয়ের সময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেনাল্টি মিস হওয়ার পরে ভক্তরা রোনালদোকে উপহাস করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
রেড ডেভিলস সমর্থকেরা রোনালদোকে এমনকি ‘পেনালদো'’ বলে কটাক্ষ করতে ছাড়েনি। একজন লিখেছেন, ‘‘সত্যিই ‘পেনালদো’ ফুরিয়ে গিয়েছে।’’
আর একজন লিখেছেন, ‘‘মাত্র ১২ গজ দূর থেকে কারও গোল না করাটা অপরাধ। আর সত্যিই কেউ সেটা করলে তার বেতন কেটে নেওয়া উচিত।’’
রয় কিন বলেছেন, ‘‘এই হারের জন্য তারা নিজেদের ছাড়া অন্য কাউকে দায়ী করতে পারে না।’’
রয় কিন আরও বলেন, "অবশ্যই সবচেয়ে বড় ধাক্কা রোনালদো। আমরা কি তার সমালোচনা করতে পারি? অবশ্যই আমরা পারি। তাকে লক্ষ্য ঠিক করতে হবে।"